• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলা ফোনের আইআইজি লাইসেন্স বাতিল করল বিটিআরসি

  অধিকার ডেস্ক    ১৫ এপ্রিল ২০১৯, ১৮:৩২

বাংলা ফোন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলা ফোন লিমিটেডের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স বাতিল করেছে ।

এর আগে তারা প্রতিষ্ঠানটির আইএসপি-ন্যাশনওয়াইড লাইসেন্স বাতিল করেছিল।

বিটিআরসির ওয়েবসাইটে এক জরুরি বিজ্ঞপ্তিতে ১১ এপ্রিল আইআইজি লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়।

বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম.এ. তালেব হোসেনের সম্মতিতেই এই লাইসেন্স বাতিল হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইআইজি লাইসেন্সিং গাইডলাইনের শর্ত মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলা ফোন তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু না করায় বিটিআরসি তাদের লাইসেন্সটি বাতিল করা হয়েছে। ফলে আইআইজি লাইসেন্সের আওতায় যেসব সেবা দান করা যায়, এখন থেকে প্রতিষ্ঠানটি সেসব সেবা দিতে পারবে না।

বাংলা ফোনের সঙ্গে আইআইজি লাইসেন্সের অধীনের আওতায় কোনো ধরনের টেলিযোগাযোগ সেবাসংক্রান্ত চুক্তি সম্পাদন, সেবা/প্রদান এবং টেলিযোগাযোগ সেবা গ্রহণ/প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার কথাও সেখানে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে যথাযথ নির্দেশনা অমান্য করায় বাংলা ফোনের আইএসপি- ন্যাশনওয়াইড লাইসেন্স বাতিল করে বিটিআরসি।

বিটিআরসি তখন জানায়, লাইসেন্সের শর্তবহির্ভূত ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবা প্রদান বন্ধ না করা, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশনের নির্দেশনা অমান্য করায় তাদের এই লাইসেন্স বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ৪ এপ্রিল বাংলা ফোনের জন্য আইআইজি লাইসেন্স ইস্যু করে বিটিআরসি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড