• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবহাওয়া বার্তা আগাম জানাবে ছাতা!

  বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

১০ এপ্রিল ২০১৯, ১১:০৪
উমব্রেলা
ছবি : সংগৃহীত

আকাশে ঝকঝকে রোদ দেখে বের হয়েছেন কিন্তু কয়েক কদম আগানোর পরই নামলো ঝুম বৃষ্টি। কিংবা ধরুন, ছাতা নিয়ে বের হওয়ার পর ভুলে সেটি ফেলে এসেছেন বাসে কিংবা আড্ডাস্থলে। এমন পরিস্থিতির সঙ্গে আমরা প্রায় সবাই ই পরিচিত। আর এই সমস্যা সমাধানেই এবার বাজারে আসছে স্মার্ট ছাতা। যার নাম ‘উমব্রেলা’।

এটি তৈরি করেছে ফ্রান্সের প্যারিসভিত্তিক ‘উইজ্জু’ নামের একটি কোম্পানি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এই ছাতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, এই ছাতাটির হাতলে রয়েছে একটি চিপ। এটি স্মার্টফোনের অ্যাপের সঙ্গে যুক্ত থাকে।

এর মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে বৃষ্টি হবে কি হবে না তা জানিয়ে দিতে পারবে ছাতাটি। আবার কোথাও ছাতা ফেলে গেলে স্মার্টফোনের বার্তা পাঠিয়ে তা আপনাকে মনে করিয়ে দেবে। এর জন্য যে ব্যবহারকারীকে বাইরে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো স্থান থেকেই মিলবে এই রিয়েল টাইম আবহাওয়া বার্তা।

আপাতত এই স্মার্ট ছাতাটির দুটো সাইজ মিলবে। একটি ‘স্ট্যান্ডার্ড’ সাইজের। আর অপর একটি এমন যে তা ব্যাগে ভরে রাখা যাবে সহজেই। জানা যায়, চলতি বছরের অক্টোবর নাগাদ এই ‘উমব্রেলা’ বাজারে আসবে।

স্মার্ট ছাতা ‘উমব্রেলা’ নিয়ে একটি ৫৭ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়া টুইটারে দিয়েছে ম্যাশেবল। ৮ এপ্রিল টুইটের পর সেটি এক দিনে দেখা হয়েছে সোয়া দুই লাখ বার।

সূত্র : ডয়চে ভেলে

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড