• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ই-কমার্সের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ চাইছে ই-ক্যাব

  অধিকার ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৮

ই-ক্যাব
ই-ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলন (ছবি:সংগৃহীত)

আসন্ন বাজেটে ই-কমার্স খাতের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ চাইছে ই-ক্যাব।

ই-কমার্স অ্যাসোসিয়েশনটি সোমবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে।

সংগঠনটি ডিজিটাল কমার্স গেজেট সম্পর্কে আলোচনা এবং জাতীয় বাজেটে ডিজিটাল কমার্স সম্পর্কিত প্রস্তাব বিষয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াহেদ তমাল সংবাদ সম্মেলনে জানান, তারা খাতটির উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকার বরাদ্দ চান। বিশেষ করে ই-কমার্সের লজিস্টিক ও প্রশিক্ষণে এই অর্থ কাজে লাগানো হবে।

আসছে বাজেটে ডিজিটাল কমার্স নীতিমালায় ই-কমার্সের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, সেটিই নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি তারা আগামী ৫ বছর আয়কর মওকুফ চান। এ খাতে যেন কোনো কর আরোপ না হয়, সে ব্যাপারে তারা অনুরোধ জানান।

তারা বলেন,কোম্পানিগুলোর অনলাইন প্লাটফর্মে ক্রেডিট কার্ড বা ক্যাশ-অন-ডেলিভারিতে ক্রেতারা কেনাকাটা করেন,শুধু যেনো সেই অংশের কর অব্যাহতি দেওয়া হয়।

পাশাপাশি সংগঠনটি জানায়, গত অর্থবছরে ই-কমার্স খাত আইটিইএস হিসেবে অন্তর্ভুক্ত ছিল না। এবার বাজেটে খাতটি যেন আইটি ও আইটিইএস হিসেবে রাখা হয় তারা সেই দাবি জানান।

নতুন উদ্যোক্তা তৈরিতে ই-কমার্সে ২০২১ সালের মধ্যে এক লাখ প্রশিক্ষণ দিতে চানা তারা।ই-কমার্সের প্রশিক্ষণে ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে করার দাবি জানায়।

এছাড়া তারা বাড়ি ভাড়া ও ওয়্যার হাউজে কর মওকুফ চাওয়াসহ কিছু দাবির কথা তুলে ধরেন।

পাশাপাশি সংগঠনটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে নতুন গেজেট হওয়া ডিজিটাল কমার্স নীতিমালাকে স্বাগত জানায়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শমী কায়সার, যুগ্ম-সম্মাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আব্দুল হক অনুসহ বিভিন্ন ই-কমার্স কোম্পানির উদ্যোক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড