• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেন্ড করা মেসেজও এডিট হবে হোয়াটসঅ্যাপে

  প্রযুক্তি ডেস্ক

০৫ জুন ২০২২, ১৬:২১
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ। (ছবি : সংগৃহীত)

ইউজারদের সুবিধার্থে নিয়মিত নতুন ফিচার আনছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় নতুন একটি ফিচার আলন মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এবার মেসেজ সেন্ড হওয়ার পরেও এডিট করার অপশন চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ফিচারটি উন্মুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানের ডেভেলপাররা।

প্রযুক্তি সাইট ওয়েবেটাইনফো জানাচ্ছে, বছর পাঁচেক আগে ফিচারটি আনার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। যদিও কোনো কারণে তখন সিদ্ধান্ত বাতিল হয়েছিল। তবে সম্প্রতি আবারও ফিচারটি আনার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন ফিচারে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ওয়েবেটাইনফো। এতে চ্যাটের মধ্যে কোনো একটি মেসেজ ট্যাপ করে হোল্ড করলে অতিরিক্ত তিনটি অপশন দেখা যাচ্ছে। সেখানেই রয়েছে ‘এডিট’ অপশন।

সাইটটি আরও বলছে, ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। শুরুতে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ফিচারটি পরীক্ষামূলক কাজ শুরু হবে। পরবর্তীতে আইওএস ও ডেস্কটপ ভার্সনের জন্য ফিচারটি ডেভেলপ করা হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড