প্রযুক্তি ডেস্ক
আবারও ম্যালওয়্যার জোকার হানা দিয়েছে গুগল প্লে স্টোরে। সম্প্রতি ক্যাসপারেস্কি সংস্থার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট কয়েকটি অ্যাপে জোকার ম্যালওয়্যারের সন্ধান পায়। বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি করে ৩টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। সম্প্রতি এই অ্যাপগুলোতেই জোকার ম্যালওয়্যারের উপস্থিতি দেখা মিলেছে।
এর আগে জোকার ম্যালওয়্যারের প্রথম দেখা পাওয়া গেছে ২০১৭ সালে। এই জোকার ম্যালওয়্যার ব্যবহারকারীর অজান্তেই বিভিন্ন অনলাইন সার্ভিসের সাবস্ক্রিপশন করিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নেয়। এগুলো ব্যবহারকারীদের মোবাইলে পেইমেন্টের জন্য আসা ওটিপিগুলোকে লুকিয়ে অ্যাক্সেস করতে পারে। ব্যবহারকারী যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক না করেন তাহলে তিনি বুঝতেও পারবেন না যে তিনি কোনো অনলাইন সার্ভিসের সাবস্ক্রিপশনের আওতায় রয়েছেন এবং তার জন্য পেইমেন্টও করেছেন।
গুগলের সরিয়ে নেওয়া অ্যাপগুলো হচ্ছে ক্যামেরা পিডিএফ স্ক্যানার, ব্লাড প্রেসার অ্যাপ ও স্টাইল মেসেজ অ্যাপ।
সরিয়ে নেওয়া এই অ্যাপগুলো আর ইনস্টল করা যাবে না। তবে যাদের ফোনে আগেই এই অ্যাপগুলো ইনস্টল করা রয়েছে তারা দ্রুত আন-ইনস্টল করে ফেলুন।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড