প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে টুইটার কিনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন বিলিয়নিয়ার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু চুক্তির সেই দামে এখন আর সেটি কিনতে চাচ্ছেন না তিনি।
ইতোমধ্যে টুইটারে ভুয়া অ্যাকাউন্টের যে হিসাব পাওয়া যাচ্ছিল তা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন মাস্ক। কারণ, যে হিসাব দেওয়া হয়েছিল বাস্তবে তার চেয়ে বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে টুইটারে।
ইলনের দাবি ছিল, তিনি মানুষকে মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিতে চান। তাই সর্বাগ্রে প্রয়োজন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা। কিন্তু এ নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের মতবিরোধ হয়।
এ প্রসঙ্গে মাস্ক বলেন, যেমন দাবি করা হয়েছিল, বাস্তবে যদি কোনো কিছু সেই দাবির চেয়েও নিম্নমানের হয়, তা হলে নিশ্চয়ই আপনি এক দাম দিতে রাজি হবেন না।
ওডি/জেআই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড