• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ৩২ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

পাসওয়ার্ড ছাড়াই যেভাবে ফেসবুক লগইন করবেন

  প্রযুক্তি ডেস্ক

১৫ মে ২০২২, ১৪:১৫
ফেসবুক লগইন
ফেসবুক লগইন। (ছবি : সংগৃহীত)

অনেকেই আছেন যারা হরহামেশা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান। মোবাইলে সারাক্ষণ লগইন থাকার কারণে খুব একটা গুরুত্বও দিচ্ছেন না। পরবর্তিতে পড়তে হতে পারে মারাত্মক বিপদে যা আপনি আশা করেননি। এই সমস্যা এড়াতে ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত থাকা ইমেইল বা ফোন নাম্বার ব্যবহার করে ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন সহজেই।

যদিও খুশির খবর শিগগির পাসওয়ার্ড নিয়ে ঝামেলার দিন শেষ হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম লগইন করতে লাগবে না কোনো পাসওয়ার্ড। শুধু এই দুটি অ্যাপ নয়, আরও বেশ কয়েকটি অ্যাপের ক্ষেত্রেও এ সুবিধা চালু হতে যাচ্ছে। গত ৫ মে আন্তর্জাতিক পাসওয়ার্ড দিবসে গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়।

এটি অ্যান্ড্রয়েড, আইফোন, এমনকি ডেস্কটপের ক্রোম, এডজ, সাফারি ব্রাউজার এবং ম্যাকওএসের ক্ষেত্রেও এ সুবিধা পাওয়া যাবে।

ইউজারদের পাসওয়ার্ড মনে রাখার বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যই এ ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়াও এ প্রযুক্তির মাধ্যমে আরও সুরক্ষিত থাকবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল। হ্যাকারদের ক্ষেত্রে আরও কঠিন হবে প্রোফাইল হ্যাকিং করা।

তাহলে জেনে নেওয়া যাক ফিচারটি কীভাবে কাজ করবে-

এ ক্ষেত্রে ব্যবহারকারীদের ফোনটিই হবে আসল অথন্টিকেশন ডিভাইস। সে ক্ষেত্রে তা ডিফল্ট হবে না। ব্যবহারকারীরা চাইলেই এ সিস্টেম চালু হবে। ফোনের ডিভাইস লক হবে ম্যান্ডেটরি। অর্থাৎ প্যাটার্ন, পিন, ফিঙ্গার প্রিন্ট এবং ফেস অথেনটিকেশনই হবে প্রধান অথেনটিকেশন। ফলে সেই ফোন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের অ্যাপগুলোয় ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড দিতে হবে না।

প্রযুক্তিটির নাম রাখা হয়েছে পাসকি (Passkey)। যা ইউনিক ক্রিপ্টোগ্রাফিক টোকেন সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিকের (Public Key Cryptography) মাধ্যমেই পুরো কাজটি হবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড