প্রযুক্তি ডেস্ক
স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের পরিসংখ্যানের ব্যাপারে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত টুইটার কিনে নেওয়ার চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। আপাতত এই চুক্তি স্থগিত রাখছেন তিনি।
শুক্রবার (১৩ মে) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ইলন মাস্ক নিজেই।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, জনপ্রিয় এই মাধ্যমে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে। সেই দাবির পক্ষে বিস্তারিত তথ্য পাওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে।
সব জল্পনা-কল্পনা এবং দরদামের পর টুইটার কেনার চুক্তি করেন ইলন মাস্ক। এই মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে মাস্কের খরচ পড়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সংস্থার সব কর্মীর কাছে একটি মেইল করে পুরো বিষয়টি জানান টুইটারের সিইও পরাগ আগরওয়াল। ২৫ এপ্রিল পুরো বিষয়টি সম্পন্ন হয়। এরপরই চুক্তি স্থগিতের ঘোষণা দিলেন ইলন।
ওডি/জেআই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড