• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার প্রভাবে টালমাটাল ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১৮:৪৪
ফেসবুক
ফেসবুক (ছবি : ইন্টারনেট)

বর্তমানে পৃথিবীর ১৯২টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এসব দেশের নাগরিকরা অবরুদ্ধ হয়ে আছে ঘরের মধ্যে। ফলে অবরুদ্ধ থাকা মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করছে। আর এতেই ফেসবুকে বেড়েছে চাপ।

গত বুধবার (১৮ মার্চ) ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান। অতিরিক্ত ব্যবহারকারীদের এ চাপ সামলানোর জন্য ফেসবুক সার্ভারগুলোর অবকাঠামো এবং কর্মক্ষমতা বাড়াতে কাজ করছে।

প্রেস কনফারেন্সে জাকারবার্গ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে কোয়ারেন্টিনে থাকা জনগণের হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারের ভয়েস কলের পরিমাণ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি হচ্ছে। তারা যোগাযোগ মাধ্যম বেশি করে ব্যবহার করায় সার্ভারে চাপ বেড়েছে।

আরও পড়ুন : শিশুদের ফ্রিতে গল্প শোনাবে অডিবল

যদিও ইতোমধ্যে হোয়াটসঅ্যাপের চাপ সামলাতে সেখানকার সার্ভার দ্বিগুণ করা হয়েছে এবং ফেসবুকের সার্ভার বাড়ানোরও কাজ চলছে।

ওডি/এওয়াইআর