• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

১৮ মার্চ ২০২০, ১২:২৬
ফেসবুক
ফেসবুক (ছবি : সম্পাদিত)

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০০ মিলিয়ন মার্কিন ডলার নগদ অর্থ ও অ্যাড ক্রেডিট (বিজ্ঞাপনের জন্য অর্থ) সহায়তা দেবে।

জানা গেছে, ফেসবুক ৩০টিরও বেশি দেশের ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে এ সহায়তা দেবে। বেশিরভাগ ক্ষেত্রেই এ সহায়তা নগদ অর্থের মাধ্যমে দেওয়া হবে। এ সহায়তার জন্য আবেদন করার বিস্তারিত তথ্য খুব দ্রুত ফেসবুক জানাবে।

মঙ্গলবার (১৭ মার্চ) ফেসবুকের একটি পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, 'ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য অর্থনৈতিক সঙ্কট ভীষণ ঝুঁকিপূর্ণ। তাদের কীভাবে সাহায্য করলে সবচেয়ে ভালো হয়, সেটি বোঝার জন্য আমরা তাদের কথা শুনেছি। জোরালো ও স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থনৈতিক সহায়তা পেলে ব্যবসা চালিয়ে যেতে পারবে তারা এবং যেসব কর্মীরা কাজে আসতে পারছেন না, তাদের বেতনও দিতে পারবে।'

আরও পড়ুন : ফেসবুকেও চাই করোনা সুরক্ষা

এ অর্থের ব্যবহার সম্পর্কে ফেসবুক জানায়, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাড়াসহ কর্ম পরিচালনার সব খরচ বা ফেসবুকে বিজ্ঞাপন দিতে এ অর্থ ব্যবহার করতে পারবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড