• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুরো পৃথিবীতে দিন আর রাত আজ সমান

  প্রযুক্তি ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬
দিন
ছবি : প্রতীকী

দিন ও রাতের ব্যাপ্তি ২৪ ঘণ্টা হলেও আলাদা আলাদাভাবে এর ব্যাপ্তি হয়ে থাকে ভিন্ন। কিন্তু বছরের দুটি দিন এই ব্যাপ্তি থাকে সমান। এই দিন দুটির একটি হলো ২১ মার্চ এবং অন্যটি হলো ২৩ সেপ্টেম্বর। অর্থাৎ, আজ দিন ও রাত সমান।

আজ সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দেবে। আর তাই পুরো পৃথিবীজুড়ে আজকের দিন ও রাত সমান হবে। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) থেকে সূর্যের চারদিকে পৃথিবী তার আপন কক্ষপথে পরিক্রমণ করবে। যার কারণে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে।

আজকের পর থেকে আবহাওয়া উত্তরা বাতাসে ধীরে ধীরে শীত থেকে শীতার্ত হবে। সেসঙ্গে দীর্ঘ হতে শুরু করবে রাতগুলো। অর্থাৎ আজ দিন ও রাতের ব্যাপ্তি ১২ ঘণ্টা করে হবে পৃথিবীর সর্বত্র। আগামীকাল থেকে দিন ছোট হতে শুরু করবে আর রাত হবে বড়।

এভাবে চলতে চলতে ২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়। যার ফলে ২১ মার্চ আবার পুরো বিশ্বে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এরপর থেকে আবার দিনের ব্যাপ্তি বাড়তে থাকে আর রাত ছোট হতে থাকে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড