• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পণ্য ডেলিভারিতে রোবট ব্যবহার করছে অ্যামাজন

  প্রযুক্তি ডেস্ক

১৬ আগস্ট ২০১৯, ১৫:২৩
অ্যামাজন
(ছবি: সংগৃহীত)

পণ্য সরবরাহে রোবট দিয়ে নিজেদের কাজের পরীক্ষার পরিধি বাড়াচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ওয়াশিংটনের সোহোমিশ কাউন্টির প্রধান কার্যালয়ের পর আশপাশে রোবট দিয়ে পণ্য সরবরাহের পরীক্ষা চালানোর পর এবার ক্যালিফোর্নিয়ার আর্ভাইনে এই রোবটের পরীক্ষা চালাবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, শুরুর দিকে অল্প কিছু অ্যামাজন স্কাউট রোবট দিয়ে পরীক্ষা শুরু করা হবে। অ্যামাজন এদের দিয়ে শুধু কাজের দিনগুলোতে দিনের বেলা দিয়ে পণ্য সরবরাহ করবে।

আপাতত রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা এবং পণ্য সরবরাহ করতে পারলেও পরীক্ষার সময় প্রতিটি রোবট নজরদারির জন্য একজন মানবকর্মী থাকবেন।

এর আগে প্রথম দিকে ওয়াশিংটনে তারা স্কাউট নামক রোবটের মাধ্যমে এই পণ্য ডেলিভারির কাজ শুরু করে। ওয়াশিংটনের পায়ে হাঁটা পথে এর পরীক্ষামূলক ব্যবহার হয়।

অ্যামাজন ডেলিভারি কাজে ৬টি রোবট ব্যবহার করছে। এগুলো মানুষের ‘হাঁটার গতিতে’ পণ্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়।

অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, স্কাউট রোবটগুলো আর্ভাইন অঞ্চলের গ্রাহকের অর্ডারের সঙ্গে যুক্ত থাকবে।

অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট সিন স্কট প্রতিষ্ঠানটির এক ব্লগপোস্টে এ সম্পর্কে লেখেন, আমাদের সিয়াটল ল্যাবে এটি তৈরি ও গবেষণা হয়েছে। পথে যেন পোষা প্রাণী, পথচারী এবং অন্যকিছুর সঙ্গে সংঘর্ষ না হয়, এমনভাবেই এটি তৈরি করা হয়েছে। কীভাবে এই স্কাউট রোবট দিয়ে পণ্য পৌঁছে দেওয়া হবে তার একটি নমুনা ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, বাসা থেকে বের হয়ে রোবটের কাছ থেকে গ্রাহকরা পণ্য নিচ্ছেন।

তবে এখন শুধু রাস্তা দিয়ে নয়, অ্যামাজন প্রাইম এয়ার সেবার আওতায় ড্রোন দিয়েও পণ্য সরবরাহের পরীক্ষা চালাচ্ছে অ্যামাজন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড