• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন

  প্রযুক্তি ডেস্ক

০৭ জুলাই ২০১৯, ১২:৫৭
ভিডিও
(ছবি: সংগৃহীত)

গুগলের ক্রোম বাউজার যখন তখন অটো ভিডিও চালু হওয়া ঠেকাতে প্লে বাটন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্লে বাটনটি ক্রোমের টুলবারে অচিরেই যুক্ত হবে। আর সেখানে ক্লিক করলে ভিডিও পজ করা যাবে। শুধু তাই নয়, এই ভিডিও বা অডিও ২০ টি ট্যাব খোলা থাকলেও এক জায়গা থেকেই বন্ধ করা যাবে।

গ্লোবাল মিডিয়া কন্ট্রোলস নামের একটি ফিচার এই ভিডিও ও অডিও বন্ধ করতে যুক্ত করা হবে। আপাতত ক্যানারিতে ক্রোমের ডেভেলপমেন্ট ব্রাউজার ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। ইউআরএল লেখার নিচের জায়গায় প্লে বাটনের আইকন যুক্ত হলে পরে সেখানেই ক্লিক করলে দেখা যাবে কোন ট্যাবে ভিডিও বা অডিও চলছে। সাধারণত গুগল ক্রোম ক্যানারিতে যাবতীয় পরিবর্তন ও আপডেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। চলতি সপ্তাহে গ্লোবাল মিডিয়া কন্ট্রোলস ফিচারটি সেখানেই পরীক্ষা করা হয়। গুগলের এই ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও ক্রোম অপারেটিং সিস্টেমে কাজ করবে। তবে আপাতত ফিচারটি দিয়ে ভিডিও পজ করতে বেশ ঝামেলা হচ্ছে। আশা করা যাচ্ছে, অচিরেই পরবর্তী আপডেটে ফিচারটি ভালোভাবে কাজ করবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড