• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবজিকে হারাম ঘোষণা করে ফতোয়া জারি!

  প্রযুক্তি ডেস্ক

২০ জুন ২০১৯, ১৮:১৫
পাবজি

ইন্দোনেশিয়ার একটি মুসলিম গোষ্ঠী জনপ্রিয় মোবাইল গেম পাবজিকে হারাম ঘোষণা করে ফতোয়া জারি করেছে। ফতোয়াটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে জারি করা হয়েছে।

তারা বলেছে, গেমটির নানা কর্মকাণ্ড ইসলামকে অপমান করে এবং গেম খেলার আসক্তি খেলোয়াড়দের হিংস্র করে তোলে।

বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আচেহ প্রদেশের ওলমা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বলেন, 'আমাদের ফতোয়া মতে পাবজি এবং এ ধরনের অন্যসব গেমগুলো হারাম। কেননা এগুলো শিশু-কিশোরদের সহিংসতা শেখাচ্ছে।'

শুধু তাই নয়, গেমসটির বিভিন্ন কর্মকাণ্ড ইসলামকেও অপমান করে এবং শিশু-কিশোরদের আচরণ পরিবর্তন করে ফেলে বলেও দাবি করেন তিনি।

তবে শুধু ইন্দোনেশিয়ায় নয়, ইরাক এবং নেপালও মারাত্মক আসক্তি আর সহিংসতার উস্কানির কারণে পাবজি নিষিদ্ধ করেছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের গুজরাটেও এটি নিষিদ্ধ। এছাড়া এটি খেলতে না দেওয়ার কারণে এবং দামি মোবাইল কিনে না দেওয়াকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে কিশোর আত্মহত্যা ও পারিবারিক নানা সহিংসতার নজির রয়েছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড