• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রক্ত ছাড়াই ডায়াবেটিক রোগীদের শর্করা মাপবে অ্যাপল

  প্রযুক্তি ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৯:৩৬
অ্যাপল ওয়াচ
ছবি : সংগৃহীত

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি অ্যাপল ডায়াবেটিক রোগীদের জন্য অ্যাপল ওয়াচে গ্লুকোজ ট্র্যাকার আনার ঘোষণা দিয়েছে।

জানা গেছে, এই ট্র্যাকার ব্যবহার করে শরীরে শর্করার মাত্রা পরিমাপ করা যাবে। ফলে আঙুল থেকে রক্ত বের করে শর্করা পরিমাপের প্রয়োজন হবে না।

তবে অ্যাপল ওয়াচে এখনই এই সুবিধা পাওয়া যাবে না। ফিচারটি পেতে হলে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। অ্যাপল ওয়াচে অতি প্রয়োজনীয় এই ফিচারটি যোগ করতে অ্যাপল ডেক্সকম নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। কোম্পানিটি শর্করা মাপার যন্ত্র তৈরি করে থাকে। কোম্পানিটির সিইও কেভিন সায়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরই ডেক্সকম জি৬ ডায়াবেটিক সিস্টেম সংস্করণটি আনতে যাচ্ছে। এতে ডাইরেক্ট টু অ্যাপল ওয়াচ নামে একটি ফিচার থাকবে। এতে করে অ্যাপল ওয়াচে ডেক্সকম জি৬ ট্রান্সমিটারের তথ্য দেখা যাবে।

অ্যাপল ওয়াচ ৪ সিরিজে এর আগে হৃদস্পন্দন মাপার অ্যাপ যোগ করে প্রতিষ্ঠানটি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড