• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫ হাজার দক্ষ কর্মী তৈরি করবে মাইক্রোসফট

  প্রযুক্তি ডেস্ক

১৮ মে ২০১৯, ১৭:০৫
মাইক্রোসফট
ছবি : সংগৃহীত

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ লোকবল তৈরিতে মনোযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি ২০২২ সালের মধ্যে অন্তত ১৫ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কাজ করবে।

শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান জেনারেল অ্যাসেমব্লির সঙ্গেও মাইক্রোসফট কাজ করবে বলে জানিয়েছে।

মাইক্রোসফট এই প্রশিক্ষণের মাধ্যমে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড এবং ডেটা প্রকৌশল বিষয়ে দক্ষ করে তুলবে। আর এসবের মাধ্যমেই এইআই কাজ করবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

মাইক্রোসফট শুক্রবার এক ব্লগ পোস্টে জানায়, ২০২২ সালের মধ্যে অন্তত ১২২ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এআই ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা সম্পন্নরা এর একটা উল্লেখযোগ্য অংশ হবে।

প্রতিষ্ঠানটি চলতি বছর থেকেই এই প্রশিক্ষণের কাজ শুরু করেছে। মাইক্রোসফট এ বছর অন্তত দুই হাজার জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেবে। আর আগামী তিন বছরে আরও ১৩ হাজার জনকে প্রশিক্ষণ দেবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম একটি নির্দিষ্ট মান রক্ষা করে চালানো হবে। সেজন্য তারা একটি মানদণ্ড নির্ধারণ করে জিএ স্ট্যান্ডার্ড বোর্ডও গঠন করেছে। এই বোর্ড আগামী ছয় মাসের মধ্যেই প্রশিক্ষণের সবকিছু চূড়ান্ত করবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড