• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উবার ইটসের দায়িত্ব নিলেন মিশা আলি

  অধিকার ডেস্ক    ১৫ এপ্রিল ২০১৯, ২১:১৪

মিশা আলি

উবারের খাবার অর্ডার করার প্লাটফর্ম ‘উবার ইটস’- এর বাংলাদেশ অংশের দায়িত্ব নিলেন মিশা আলি।

উবার ইটস মিশা আলিকে বাংলাদেশের অপারেশন পরিচালনার জন্য লিড হিসেবে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে উবার ইটস প্রাথমিকভাবে ঢাকায় সেবা প্রদান করবে। মিশা আলির ই-কমার্স ও স্টার্ট-আপ খাতে ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি উবার ইটসে যোগ দেওয়ার আগে বিক্রয় ডটকম, রেনাটা লিমিটেড, হিউলেট প্যাকার্ড এবং ওগিলভির মতো স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘কুকআপস’ নামে একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন, যেখানে বাংলাদেশের শেফদের জন্য বিশেষ করে গৃহিণীদের ঘরে বসে আয় করার সুযোগ করে দিচ্ছে।

নিয়োগ পাওয়ার পর মিশা আলি জানান, তিনি সবসময়ই প্রযুক্তির মাধ্যমে ভোক্তাদের হাতের নাগালে সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারে আগ্রহী। বাংলাদেশে অচিরেই খাবার ডেলিভারি একটি বড় ব্যবসা খাত হয়ে উঠবে। উবার ইটস এমন একটি কোম্পানি যা সারা বিশ্ব জুড়ে মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অবস্থা বদলে দিয়েছে।

এ দিকে উবার ইটস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রধান ভাবিক রাথোর বলেন, বাংলাদেশে উবার ইটসের যাত্রা শুরুর নেতৃত্বে মিশাকে পেয়ে তারা আনন্দিত। দেশের বাজার সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা, বিশেষ করে তার ফুড ডেলিভারি স্টার্টআপ চালনার অভিজ্ঞতা, বাংলাদেশে উবারের ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের যাত্রা নিয়ে ঢাকায় তারা আশাবাদী এবং উবারের রাইড সার্ভিসের সুনামের সঙ্গে ইটসও যুক্ত হতে চায়।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড