• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এয়ারটেলের নতুন কলরেট খরচ কমল ৭৫ শতাংশ

  অধিকার ডেস্ক    ২৬ মার্চ ২০১৯, ১৭:১৯

ভারতী এয়ারটেল

বাংলাদেশ এবং নেপালে ভয়েস কলে নতুন কলরেট ঘোষণা করেছে ভারতী এয়ারটেল।

ভারতীয় এয়ারটেল সোমবার (২৫ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ওই কলরেটে আগের চেয়ে ৭৫ শতাংশ খরচ কমানো হয়েছে। ভারতীয় এয়ারটেল থেকে বাংলাদেশে প্রতি মিনিট কথা বলতে গ্রাহকের ২.৯৯ রুপি খরচ হবে। এর আগে প্রতি মিনিটে গ্রাহকের খরচ হতো ১২ রুপি।

একইভাবে নেপালে কথা বলতেও এখন কম খরচ হবে বলে জানিয়েছে এয়ারটেল। আগে প্রতি মিনিট কথা বলতে খরচ হতো ১৩ রুপি। এখন থেকে তা গুণতে হবে ৭.৯৯ রুপি।

বিবৃতিতে এয়ারটেল আরও বলেছে, ভয়েস কলে বাংলাদেশের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৪০ শতাংশ কমানো হয়েছে।

ভারতীয় এয়ারটেল এখন পর্যন্ত সবচেয়ে কম রেটে বাংলাদেশ ও নেপালে কথা বলার সুযোগ দিচ্ছে। এমনকি দেশ দুটিতে কথা বলার জন্য তারা বিশেষ প্যাকেজ, বান্ডেল প্যাকেজও দিচ্ছে।

জানা গেছে, ভারতে এখন এয়ারটেলের গ্রাহক সংখ্যা ২৮ কোটি। আর টেলিকম রেগুলেটর টিআরএআই এর হিসাবে, গত জানুয়ারিতে দেশটিতে মোবাইল গ্রাহকসংখ্যা ছিল ৩৪ কোটি।

এ প্রসঙ্গে ভারতীয় এয়ারটেলের সিইও অজয় পুরি বলেন, আমাদের গ্রাহকরা যেন প্রতিবেশীদের সঙ্গে স্বল্প খরচে কথা বলতে পারেন, সেজন্যই এই মূল্য কমিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড