• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন অ্যাপলের ইভেন্টে যেসব পণ্যের ঘোষণা আসতে পারে

  অধিকার ডেস্ক    ২৫ মার্চ ২০১৯, ১৯:৪১

অ্যাপল

কয়েক ঘণ্টা বাদেই কিউপারটিনোর অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে শুরু হবে অ্যাপলের ২৫ মার্চের ইভেন্ট।

অ্যাপল সাধারণত সেপ্টেম্বরেই এই ইভেন্টের আয়োজন করে নতুন নতুন পণ্যের ঘোষণা দেয়। কিন্তু এবার এই নিয়মের ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।

জানা গেছে, অ্যাপল এবার নতুন কোনো আইফোন, ম্যাকবুক বা আইপ্যাড নয়, বরং বিভিন্ন ধরণের সাবস্ক্রিপশন সেবা নিয়ে হাজির হবে।

এছাড়া প্রতিষ্ঠানটি নেটফ্লিক্সের মতো নিজস্ব ভিডিও স্ট্রিমিং সার্ভিস আনতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় যেখানে কমেডি শো, ড্রামা সিরিজ, ডকুসিরিজ ও কিডস প্রোগ্রাম মিলিয়ে অন্তত ২৫ অনুষ্ঠান দেখা যাবে। তবে এতে লাইভ বা রেকর্ডেড কোনো খেলা দেখানো হবে না।

তবে তারা শুধু নিজস্ব কনটেন্টের উপর নির্ভর করেই সেবাটি চালু করছে না। তারা এইচবিও, শোটাইম ও স্টারজের কনটেন্টও ধার নেবে।

এদিকে, নেটফ্লিক্সের সিইও রিড হাস্টিং নিশ্চিত করেছেন, অ্যাপলের স্ট্রিমিং সার্ভিসে নেটফ্লিক্সের কোনো কনটেন্ট দেখানো হবে না। আইওএস ব্যবহারকারীদের জন্য নিজস্ব কনটেন্টগুলো ফ্রিতে দেখার সুযোগ দেবে অ্যাপল।

এছাড়া এই ইভেন্টে স্ট্রিমিং সার্ভিসটিতে অনুষ্ঠান দেখতে হলে মাসে কতো টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে তাও জানা যাবে।

পাশাপাশি অ্যাপল সাবস্ক্রিপশন নিউজ সার্ভিস নিয়েও হাজির হচ্ছে। নিজেদের নিউজ অ্যাপে তারা প্রিমিয়াম সেবা যোগ করতে যাচ্ছে। এই সেবার আওতায় ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন প্রকাশনার ম্যাগাজিন,দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট পত্রিকা পড়তে পারবেন। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপল সাবস্ক্রিপশন থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ কেটে রাখবে।

আরও জানা গেছে, ইভেন্টে অ্যাপল ক্রেডিট কার্ডের ঘোষণাও আসতে পারে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ক্রেডিট কার্ড সেবা আনতে গোল্ডম্যান সাচের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল।

চার্জিং ম্যাট এয়ারপাওয়ার সম্পর্কেও ঘোষণা আসতে পারে এই ইভেন্টে। ডিভাইসটি সম্পর্কে ২০১৭ সালের সেপ্টেম্বরের ইভেন্টে ঘোষণা দেওয়ার হয়।এর সাহায্যে এয়ারপড, অ্যাপলওয়াচ ও আইফোন রেখে সেগুলো চার্জ করা যাবে।

বাংলাদেশ সময় রাত ১১ টায় ইভেন্টটি শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড