• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্যাটেলাইট লাইব্রেরি চালু করলো রবি

  অধিকার ডেস্ক    ২৩ মার্চ ২০১৯, ২০:৫১

রবি
রবিতে স্যাটেলাইট লাইব্রেরির উদ্বোধন

রবির অফিসে আনুষ্ঠানিকভাবে শনিবার (২৩ মার্চ) ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।

এখন থেকে মূল লাইব্রেরির পাশাপাশি স্যাটেলাইট লাইব্রেরি থেকেও ব্রিটিশ কাউন্সিলের সদস্যভুক্ত ররির কর্মকর্তারা বই পড়তে পারবেন।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ স্যাটেলাইট লাইব্রেরিটির উদ্বোধনকালে বলেন, বই পড়া হলো মানসিক বিকাশের সবচেয়ে ভাল উপায়। এ পদক্ষেপের ফলে রবিতে বই পড়ার একটি সংস্কৃতি গড়ে উঠবে।

অন্যদিকে, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন বলেন, দেশের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে রবি সর্বপ্রথম ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরির সেবা গ্রহণ করলো। এখন থেকে রবির কর্মকর্তা ও তাদের সন্তানরা ব্রিটিশ কাউন্সিলের ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে বিশ্বের শ্রেষ্ঠ বইগুলো পড়ার সুযোগ পাবেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং ব্রিটিশ কাউন্সিলের হেড অব কালচারাল সেন্টার তানভীর আলিম ও কালচারাল সেন্টার ম্যানেজার তাহনী ইয়াসমিন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড