• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মার্টওয়াচ তৈরিতে গুগলের আগ্রহ প্রকাশ

  অধিকার ডেস্ক    ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৫

স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ বানাবে গুগল (ছবি: প্রতীকী)

গুগল এবার স্মার্টওয়াচ বানানোর প্রতিও আগ্রহ দেখাচ্ছে। প্রতিষ্ঠানটির এক চাকরির বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচ নির্মাণের জন্য ভাইস প্রেসিডেন্ট, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ও ডিজাইন ম্যানেজার নিতে চাচ্ছে।

যেখানে ভাইস প্রেসিডেন্টের কাজ হবে ওয়্যারেবল পণ্য তৈরির দলটিকে নেতৃত্ব দেওয়া, ডিজাইন নির্ধারণ ও সময় মতো ডিভাইসগুলোকে সরবরাহ করা।ভাইস প্রেসিডেন্টের আরও দায়িত্ব হবে, স্মার্টওয়াচটি কী কী কাজে ব্যবহার করা হবে, সেখানে কী কী ফিচার থাকবে এবং দাম কেমন হবে তা নির্ধারণ করবে। আর ডিজাইন ম্যানেজারের কাজ হবে ডিভাইসটির ডিজাইন করা।

তবে গুগলের স্মার্টওয়াচ তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। এজন্য মার্কিন ডলারে ঘড়ি নির্মাতা কোম্পানি ফসিলের কাছ থেকে জানুয়ারিতে চার কোটি টাকা সমমূল্যে স্মার্টওয়াচের মেধাসত্ব সম্পত্তি কিনে নেয় তারা।

মে মাসে অনুষ্ঠিতব্য গুগল আইও কনফারেন্সে গুগলের স্মার্টওয়াচের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য জানা যেতে পারে। ধারণা করা হচ্ছে, গুগলের স্মার্টওয়াচ পিক্সেল ব্র্যান্ডের নাম নিয়েই বাজারে আসবে।

বিশ্বে বর্তমানে শীর্ষ তিন স্মার্টওয়াচ নির্মাণকারী প্রতিষ্ঠান হল হুয়াওয়ে,এলজি ও ফসিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড