• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোখে ঘুম আনবে ল্যাম্পের আলো

  অধিকার ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭

ল্যাম্প
এলসিডি ল্যাম্প ক্যাসপার গ্লো (ছবি: সংগৃহীত)

দ্রুত ঘুম আনবে এবার ক্যাসপার নামের একটি কোম্পানি সহায়ক একটি এলসিডি ল্যাম্প।

ক্যাসপার গ্লো নামের এই ডিভাইসটি দেখতে অ্যাপলের ওয়্যারলেস স্মার্ট স্পিকার হোমপডের মতো। এটি রাতে বিছানায় শুতে যাওয়ার পর অন করতে হবে। প্রথমে উজ্জ্বল আলো দিলেও ধীরে ধীরে ল্যাম্পটি আলো ছড়ানোর পরিমাণ কমিয়ে দেবে। ফলে আলো কমার সঙ্গে সঙ্গে ঘুম আসার সম্ভাবনাও প্রবল হতে থাকবে। আর আলো কমতে কমতে ৪৫ মিনিটের মধ্যে ঘর অন্ধকার হয়ে যাবে। চাইলে আলো দেওয়ার সময় সীমা বাড়িয়েও নেওয়া যাবে।

এছাড়া এতে একটি লাইট সেন্সর আছে। তাই ল্যাম্পটি ঘরে আলোর পরিমাণ কেমন তা বুঝেই আলোর পরিমাণ বাড়াবে কমাবে। এমনকি রাতের বেলা কারেন্ট চলে গেলে ল্যাম্পটিকে টর্চ লাইট হিসেবেও ব্যবহার করা যাবে।

নতুন এই এলসিডি ল্যাম্প সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আলো বাড়াতে থাকবে। চোখে আলো পড়লে যাতে ঘুম ভাঙে সে জন্যই এ ব্যবস্থা। পাশাপাশি ল্যাম্পটি অ্যালার্ম হিসেবেও কাজ করবে।

এই ডিভাইসটি নিয়ন্ত্রণের জন্য ফোনে একটি অ্যাপও ইন্সটল করা যাবে। এই অ্যাপের মাধ্যমে কয়েকটি গ্লো ল্যাম্পের মধ্যে সমন্বয় ঘটানো যাবে।

এই ক্যাসপার গ্লো ল্যাম্পের দাম পড়বে ৮৯ ডলার বা (৭ হাজার ৩৮৭ টাকা।আর দুটি ক্যাসপার গ্লো একসঙ্গে কিনলে দাম পড়বে ১৬৯ ডলার (১৪ হাজার টাকা)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড