• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বছরের শেষ সূর্যগ্রহণ ২৬ ডিসেম্বর

  প্রযুক্তি ডেস্ক

২৫ নভেম্বর ২০১৯, ১৬:১৬
সূর্য
ছবি : সংগৃহীত

বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। সে দিন সূর্য উজ্জ্বল রঙের এক অগ্নিবলয়ে রূপ নিবে। সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সূর্যগ্রহণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থান করে চাঁদ। আর তাই পৃথিবী দিনের বেলায় রাতের মতো অন্ধকারে ঢেকে যায়। প্রকাশিত খবরে বলা হয়, এই সূর্যগ্রহণটি আগামী ২৬ ডিসেম্বর হবে। বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হবে এটি। এই দিন সূর্যের কেন্দ্রীয় অংশ ঢেকে ফেলবে চাঁদ। শুধু তার চারপাশে উজ্জ্বল অগ্নিবলয় দৃশ্যমান হবে।

উল্লেখ্য, এ বছরের ৬ জানুয়ারি ও ২ জুলাই অন্য দুটি সূর্যগ্রহণ হয়েছিল। দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা না গেলেও তৃতীয় ও সর্বশেষ গ্রহণটি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে।

এবারের সূর্যগ্রহণটি হিন্দু ধর্মগ্রন্থ ও জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। পৌষ মাসের নতুন চাঁদের দিন সকালের দিকে এ সূর্যগ্রহণটি হবে। এর স্থায়িত্বকাল হবে আড়াই ঘণ্টা। এ সময় সূর্যের দিকে খালি চোখে তাকালে চোখের ক্ষতি হতে পারে, তাই সানগ্লাস ব্যবহার করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড