• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন অ্যান্ড্রয়েড ১০ এর ইনস্টল প্রক্রিয়া

  প্রযুক্তি ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১০
অ্যান্ড্রয়েড ১০

চলতি বছরের শুরু থেকেই অ্যান্ড্রয়েড পাই ৯.০ এর পরের ভার্সন সম্পর্কে শোনা যাচ্ছিল। কিন্তু এর নামকরণ নিয়ে চলছিল দ্বন্দ। অ্যান্ড্রয়েড ১০ ও অ্যান্ড্রয়েড কিউ নামের মধ্যে প্রথমটিকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

গুগলের পক্ষে থেকে জানানো হয়, এতো দিন ধরে বিভিন্ন ডেজার্ট বা মিষ্টির নামে নামকরণ করা হলেও এবার থাকছে একটু ভিন্নতা। অ্যান্ড্রয়েড ১০ নামটিকেই তারা বেছে নিয়েছে। প্রাথমিক পর্যায়ে গুগলের পিক্সেল মডেলের ফোনগুলোতে পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড ১০।

আপনার ফোনে অ্যান্ড্রয়েড ১০ চলবে কি না ভাবছেন? ফোনের সেটিংস অপশনে যান। ওখানে সিস্টেম অপশন সিলেক্ট করুন। এখন সিস্টেম আপডেটস অপশন সিলেক্ট করে আপডেট এসেছে কি না জেনে নিন। যদি আপডেট এসে থাকে তাহলে সেটি ডাউনলোড করে নিন।

আপডেট করার আগে ফোনের চার্জ ও ডেটা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। এইভাবে আপডেট করলে ফোনের ডেটা হারানোর কোন সম্ভাবনা নেই। তবুও নিরাপত্তার জন্য আপডেট করার আগে ব্যাক আপ নিয়ে নিতে পারেন।

এখন পর্যন্ত এ আপডেট কিছু কিছু গুগলের নিজস্ব স্মার্টফোন পিক্সেলে এসেছে। আশা করা যাচ্ছে খুভ দ্রুত অন্যান্য ফোনেও এই আপডেট পৌঁছে যাবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড