• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ বছর পূর্তিতে অ্যান্ড্রয়েড ১০ ওএসের নতুন চমক

  প্রযুক্তি ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২
অ্যান্ড্রয়েড ১০

বর্তমানে গুগল পিক্সেল ফোনের অ্যান্ড্রয়েড ১০ ওএস বাজারে এসেছে। অন্যান্য ফোনে এখন পর্যন্ত এই আপডেট না আসলেও পর্যায়ক্রমে চলে আসবে। এটি নিয়ে গ্রাহকদের চিন্তার কিছু নেই। তবে অ্যান্ড্রয়েডের ১০ বছর পূর্তি উপলক্ষে কিছু চমক রয়েছে অ্যান্ড্রয়েড ১০ সংস্করণে। চলুন জেনে নেই কী কী চমক আপনাদের জন্য অপেক্ষা করছে-

● অ্যান্ড্রয়েড ১০ ওএসে থাকছে এআই অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা। এর ফলে এর মাধ্যমে পাঠানো যাবে স্মার্ট বার্তা। অবশ্য নোটিফিকেশনের জন্যও এটি কাজ করবে।

● এই সংস্করণে সিস্টেম ডিভাইজ সাউন্ড হবে আগের থেকে আরও পরিষ্কার। ইচ্ছা করলেই কথা বলা, ভিডিও এবং অডিও থেকে নয়েজ কমিয়ে ফেলতে পারবেন।

● এই সংস্করণে ব্যবহারকারীদের ব্যাটারি সাশ্রয় ও চোখের প্রশান্তির কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছে ডার্ক মোড।

● সংস্করণটির খুব মজার একটি অপশন হচ্ছে ফ্যামিলি লিংক সুবিধা। পরিবারের যে সকল সদস্যদের মোবাইলের পর্দা থেকে চোখই সরে না, তাদেরকে নজর রাখার বিশেষ সুবিধা।

● ইমোজি কে না পছন্দ করে। এই সকল ইমোজি প্রেমিদের কথা মাথায় রেখে এই সংস্করণে যুক্ত করা হচ্ছে নতুন ৬৫টি ইমোজি।

● ফোনের মাঝে বিরক্তিকর অ্যাপের অভাব নেই। এই সকল বিরক্তিকর অ্যাপগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারবেন ‘ফোকাস মোড’ এর মাধ্যমে।

● এই সংস্করণে গুগল প্লে স্টোরের যে কোনো অ্যাপের পূর্ণাঙ্গ হালনাগাদের আগেই তার প্রয়োজনীয় ত্রুটি সংশোধনজনিত কাজের অগ্রগতি জানিয়ে দেওয়া হবে।

● এক অ্যাপ থেকে অন্য একটি অ্যাপ, সামনে অথবা পেছনে ও অন্যান্য কাজে আমরা যে জেশ্চার ব্যবহার করে থাকি, এটিকেও অনেক উন্নত করেছে অ্যান্ড্রয়েড ১০ ওএস।

● এই সংস্করণটি সম্পূর্ণরূপে ফোল্ডেবল ফোনের জন্য উপযোগী।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড