• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের বাজারে এলো গ্যালাক্সি নোট ১০ প্লাস 

  প্রযুক্তি ডেস্ক

২৮ আগস্ট ২০১৯, ১৪:৫৩
গ্যালাক্সি নোট ১০ প্লাস
(ছবি: সংগৃহীত)

দেশের বাজারে স্যামসাং ও গ্রামীণফোন যৌথভাবে গ্যালাক্সি নোট ১০ প্লাস নিয়ে হাজির হলো।

রাজধানীর জিপি হাউসে মঙ্গলবার (২৭ আগস্ট) ডিভাইসটি উন্মোচন করা হয়। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি ও স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইয়ুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম, স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান এবং গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গ্যালাক্সি নোট ১০ প্লাসে আছে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। একই সঙ্গে আছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল অ্যাপারচার লেন্স, ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। পাশাপাশি আরও আছে ব্লার ব্যাকগ্রাউন্ড ও পোর্ট্রেইট ভিডিওর জন্য আছে থ্রিডি ডেপথ সেন্সিং ক্যামেরা। এছাড়া সেলফির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল লেন্স। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

গ্রামীণফোন ব্যবহারকারীরা গ্যালাক্সি নোট ১০ প্লাস কিনলে ২০ জিবি ডেটা (১০ জিবি ফোরজি ডেটা + ১০ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) বিনামূল্যে ৭ দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা ১৯৮ টাকায় ৭ দিন মেয়াদে ২০ জিবি (১০ জিবি ওপেন ডেটা + ১০ জিবি ফোরজি ডেটা) কিনতে পারবেন। তারা এই অফারগুলো তিন মাসে ১২ বার নিতে পারবেন।

ইতোমধ্যেই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ডিভাইসটির মূল্য ধরা হয়েছে মাত্র ১ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড