• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী বছর ফাইভজি ফোনের সরবরাহ ছাড়াবে ২০ কোটি

  প্রযুক্তি ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৯:২৯
ফাইভজি
(ছবি: সংগৃহীত)

সম্প্রতি ওতাই জুনান নামের এক গবেষক ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী বছরের মধ্যে ফাইভজি ফোনের সরবরাহ ২০ কোটি ছাড়িয়ে যাবে।

শুধু তিনিই নন এর আগেও কয়েকজন বিশ্লেষক জানিয়েছিলেন, চলতি বছর এক থেকে দুই কোটি ফাইভজি ফোন বাজারে সরবরাহ করা হবে। ফলে আগামী বছর এই সরবরাহের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১০ কোটি।

খুব অল্প ডিভাইসেই এখন পর্যন্ত এই ফাইভজি সুবিধা আছে। ফলে ফাইভজি নেটওয়ার্কও সেভাবে বিস্তার লাভ করেনি। তবে হুয়াওয়ে মেট ২০এক্স ফাইভজি ফোনের চাহিদাকে প্রমাণ করেছে।

কেননা কয়েক মিনিটেই ফোনটির প্রি-বুকিংয়ের স্টক শেষ হয়ে যায়। আর ১০ লাখের বেশি প্রি-বুকিংয়ের অর্ডার পড়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

আর হুয়াওয়ে মেট ২০এক্স-এর আশাতীত সাফল্য পাওয়ায় নতুন করে ফাইভজি ফোনের সরবরাহ নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়েছে।

তবে চীনের বাজারে এটি প্রথম ফাইভজি ফোন নয়। এর আগে জেডটিই অ্যাকশন ১০ প্রো ফাইভজি নামের একটি ফোন আনে। যা ছিল চীনের প্রথম ফাইভজি ফোন।

জানা গেছে, দেশটিতে দ্রুতগতিতে ফাইভজি বেজ স্টেশন তৈরি হচ্ছে। চলতি বছরের শেষ দিকে আরও কয়েকটি ফাইভজি ফোন আসবে বলেও শোনা যাচ্ছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড