• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমানে ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা জারি

  প্রযুক্তি ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, ১১:২৪
ম্যাকবুক প্রো
(ছবি: সংগৃহীত)

সম্প্রতি মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানের ফ্লাইটে নির্দিষ্ট কিছু মডেলের ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

কিছুদিন আগে অ্যাপল তাদের নির্দিষ্ট মডেলের ম্যাকবুক প্রোর ব্যাটারির ত্রুটির কারণে তাদের ডিভাইসগুলো ফেরত চেয়েছে। সেসব ডিভাইসে আগুন লাগার ঝুঁকি থাকায় তা ফ্লাইটে বহনে নিষেধাজ্ঞা জানায় এফএএ।

এ দিকে রয়টার্সের এক ইমেইলে সংস্থাটির এক মুখপাত্র বলেন, অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপের ব্যাটারি ত্রুটির কারণে কিছু ফেরত চাওয়া হয়েছে, বিষয়টি আমরা জানি। এয়ারলাইনগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে ১৫ ইঞ্চি কিছু ম্যাকবুক প্রোর ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কায় কিছু ডিভাইস ফেরত নেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপল। এই ইউনিটগুলো ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত অ্যাপল কর্তৃপক্ষ বিমানে এভাবে ম্যাকবুক প্রো নিষিদ্ধের ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড