• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যান্ড্রয়েডের বিকল্প ওএসের আনুষ্ঠানিক ঘোষণা দিল হুয়াওয়ে

  প্রযুক্তি ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১৫:৫৫
হারমনি
(ছবি: সংগৃহীত)

নিজেদের নতুন অপারেটিং সিস্টেম ‘হারমনি’ আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

শুক্রবার (৯ আগস্ট) চীনে হুয়াওয়ের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে বাজারে নিজেদের হারমনি অপারেটিং সিস্টেম আনছে বলে জানিয়েছে হুয়াওয়ে।

এর আগে হুয়াওয়ে হংমেং নামের ওএস আনার কথা বলেছিল। তবে নতুন প্লাটফর্মটি মাইক্রোকার্নেল বেজ, যা গুগলের ফুশিয়া ওএসের মতো।

অনুষ্ঠানে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড উ বলেন, বড় পরিসরে ডিভাইসে হারমনি ব্যবহার করা যাবে। সেই লক্ষ্যেই এর উন্নয়ন অব্যাহত থাকবে।

জানা গেছে, হারমনি অপারেটিং সিস্টেমটি স্মার্ট স্পিকার, গাড়ি, কম্পিউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

প্লাটফর্মটিতে র‍্যাম কয়েক কিলোবাইট থেকে একশোর বেশি গিগাবাইট পর্যন্ত খুব ভালো ভাবে কাজ করবে বলে হুয়াওয়ে নিশ্চিত করছে।

শুধু তাই নয় রিচার্ড উ আরও জানান, ভবিষ্যতে এইচটিএমএল৫, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড সব প্লাটফর্মের অ্যাপই হারমনি কাজ করবে।

জানা গেছে, হারমনির উন্নয়নে ডেভেলপারদের আর্ক ওএসে প্রবেশের অনুমতি দেবে। ফলে নতুন ওএসের উন্নয়নে অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার বাড়াবে যেমন, সি, সি++, জাভা, কটলিন।

তবে আপাতত তারা আন্তর্জাতিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই ব্যবহার করবেন বলে জানান এই নির্বাহী কর্মকর্তা। কিন্তু কখনও যদি গুগলের সঙ্গে তাদের ব্যবসা চালানো কঠিন মনে হয়, তখন তারা হারমনি ওএসের ফোন ব্যবহার শুরু করবেন।

এদিকে এই অপারেটিং সিস্টেমের প্রথম ডিভাইস হিসেবে অনার ভিশন টিভি শনিবার থেকে বাজারে ছাড়বে হুয়াওয়ে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড