• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ইঞ্চির চেয়েও ছোট যে ল্যাপটপ!

  প্রযুক্তি ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১৫:৩৩
ল্যাপটপ
(ছবি: সংগৃহীত)

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইটি ইঞ্জিনিয়ার পল ক্লিঞ্জার একটি বিশেষ ল্যাপটপ তৈরি করেছেন, যা আইবিএমের থিঙ্কপ্যাডের চেয়েও ছোট। এই ল্যাপটপে স্ক্রিন দেওয়া হয়েছে মাত্র ০.৯৬ ইঞ্চি।

ক্লিঞ্জারের এই ল্যাপটপে থিঙ্কপ্যাডের মতো কিপ্যাডের মাঝখানে একটি লাল রঙের ট্র্যাকপয়েন্ট স্টাইলের কার্সার কন্ট্রোলার রাখা হয়েছে।

এই ল্যাপটপে ১২৮×৬৪ পিক্সেলের ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। একই সঙ্গে এটিনি-১৬১৪ মিনি কন্ট্রোলার রাখা হয়েছে।

তবে এই ল্যাপটপে ৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা রিচার্জেবল। আর তার সঙ্গে টিপি- ৫৪০০ ব্যাটারি চার্জার দেওয়া হয়েছে। ফলে কোনো জায়গায় বসে এতে আপনি গেমও খেলতে পারবেন।

পল মাত্র এক সপ্তাহের মধ্যে এই মিনি ল্যাপটপ ‘থিঙ্কটিনি’ বানিয়েছেন। তিনি জানান, এর কম্পোনেন্টের জন্য ৭০ ডলার এবং কাস্টম প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য ১৫ ডলার খরচ হয়েছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড