• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ওয়াটারফল স্ক্রিনের’ ফোন আনছে অপ্পো 

  প্রযুক্তি ডেস্ক

৩০ জুলাই ২০১৯, ১৭:১২
অপ্পো
(ছবি: সংগৃহীত)

বিশ্বের প্রথম ‘ওয়াটারফল স্ক্রিনের’ ফোন আনতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান অপ্পো। সম্প্রতি তারা চীনের সামাজিক মাধ্যম উইবোতে একটি ছবি দিয়ে এমন ঘোষণা দিয়েছেন।

অপ্পোর ভাইস প্রেসিডেন্ট ব্রেইন শেইন উইবোতে জানান, অপ্পোর এই ফোনটিতে থাকছে বড় ধরনের স্ক্রিন রেশিও এবং সেটি ৮৮ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়।

অনলাইনে স্ক্রিনের একটি ছবিও ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে,নতুন ফোনটির ডিসপ্লের বডি খুব পাতলা। ধারণা করা হচ্ছে, নতুন ফোনটির স্ক্রিন বর্ডার একেবারে ব্যাক প্যানেল পর্যন্ত পৌঁছেছে।

তবে এই ফোনটির কনফিগারেশন,দাম বা কবে নাগাদ সেটি বাজারে আনা হবে এসব সম্পর্কে প্রতিষ্ঠানটি কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে স্যামসাং ইডিজিই ফোন আনার ঘোষণা দিয়েছিল।পরে তারা কার্ভড ডিসপ্লের ফোন আনে। এরপর শাওমি তাদের মি নোট ২ ফোনে স্যামসাংয়ের মতো ডিসপ্লে আনার চেষ্টা করেছিল। তবে ফোনটি তেমন জনপ্রিয়তা পায় নি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড