• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম ফাইভজি ফোন উন্মোচন করল হুয়াওয়ে 

  প্রযুক্তি ডেস্ক

২৭ জুলাই ২০১৯, ১৪:২১
হুয়াওয়ে
হুয়াওয়ে মেট২০ এক্স ফাইভজি (ছবি: সংগৃহীত)

হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন ‘মেট২০ এক্স ফাইভজি’ চীনে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

এটি গত বছর অক্টোবরে উন্মোচন করা মেট২০ প্রোয়ের ফাইভজি সংস্করণ। মেট২০ প্রোয়ের সঙ্গে ফাইভজি কানেক্টিভিটি ছাড়া ডিভাইসটির তেমন কোনো পার্থক্য নেই। তবে ব্যাটারির শক্তি কমিয়ে ৫০০০ এমএএইচ থেকে কমিয়ে ৪২০০ এমএএইচ করা হয়েছে এবং হেডফোন জ্যাক বাদ দেওয়া হয়েছে।

ফাইভজি ফোনটির দাম ধরা হয়েছে ৯০১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৫ হাজার ৬৮৪ টাকা)। যুক্তরাজ্যের বাজারে ইতোমধ্যে মেট২০ এক্স ফাইভজি ফোনটির বিক্রি শুরু হয়েছে।

একই অনুষ্ঠানে ফাইভজি ফোনের পাশাপাশি প্রথমবারের মতো নিজস্ব অপারেটিং সিস্টেমসহ স্মার্ট টিভি আনার ঘোষণাও দিয়েছে হুয়াওয়ে। আগামী মাসে এই টিভি উন্মোচন করা হবে। প্রতিষ্ঠানটি তাদের টিভি সিরিজের নাম দিয়েছে ‘স্মার্ট স্ক্রিনস’।

এ দিকে সম্প্রতি হুয়াওয়ে জানায়, তাদের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েডের পরিবর্তে হংমেং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। কিন্তু চলতি মাসে হুয়াওয়ের এক কর্মকর্তা জানান, হুয়াওয়ে অ্যান্ড্রয়েডই ব্যবহার করতে চায়। হংমেং স্মার্টফোনের জন্য নয়, বরং স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে এমন ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড