• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ের মেট ৩০ সিরিজের নতুন চমক ‘হংমেং ওএস’

  প্রযুক্তি ডেস্ক

০৭ জুলাই ২০১৯, ১৪:৪৫
মেট ৩০ সিরিজ
(ছবি: সংগৃহীত)

হুয়াওয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ মেট ৩০ সিরিজে নতুন অপারেটিং সিস্টেম হংমেং আসতে পারে বলে জানিয়েছে হুয়াওয়ে বিষয়ক খবর সরবরাহকারী ওয়েবসাইট হুয়াওয়ে সেন্ট্রাল। ইতোমধ্যেই তারা এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে।

নতুন এই অপারেটিং সিস্টেম মেট ৩০ সিরিজের ফোনে পরীক্ষা করার জন্য ডেভেলপারদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে হুয়াওয়ে সেন্ট্রাল থেকে জানা গেছে।

সর্বপ্রথম চীনে হংমেং ভিত্তিক মেট ৩০ সিরিজ আসতে পারে। তবে ফোনগুলোতে হংমেং প্রি-ইনস্টলড থাকবে কি না, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে মেট ৩০ সিরিজে প্রি-ইনস্টলড হিসেবে নাও আসতে পারে।

জানা গেছে, হুয়াওয়ে মেট ৩০, মেট ৩০ প্রো ও মেট ৩০ লাইট নামের মেট সিরিজের এই ফোনগুলো আসতে পারে। আর মেট ৩০ লাইট মডেলটি অন্যান্য মডেলের আগে বাজারে আসতে পারে। ফোনটিতে প্রসেসর হিসেবে কিরিন ৮১০ অক্টা-কোর থাকতে পারে।

এই ফোনের ডিসপ্লে ৬ দশমিক ৪ ইঞ্চি এবং রেজ্যুলেশন হবে ২৩১০ বাই ১০৮০ পিক্সেল। আর পাঞ্চ হোলবিশিষ্ট ডিসপ্লের এই ফোনটিতে থাকবে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

চলতি বছরের অক্টোবরেই হুয়াওয়ে মেট ৩০ সিরিজ বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড