• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগস্টের প্রথম সপ্তাহেই আসছে গ্যালাক্সি নোট ১০

  প্রযুক্তি ডেস্ক

২০ জুন ২০১৯, ১৪:০৮
গ্যালাক্সি নোট ১০
ছবি : সংগৃহীত

স্যামসাংয়ের জনপ্রিয় ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ১০ ফোনটি আগামী ৭ আগস্ট বাজারে ছাড়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ফোনটি নিউইয়র্কের ব্রুকলিনে বারক্লে সেন্টারে উন্মোচন করা হবে। গত বছর একই স্থানে গ্যালাক্সি নোট ৯ উন্মোচিত হয়।

যেহেতু ফোনটি আরও দুই মাস পরে আসবে, এর মধ্যে স্যামসাংয়ের পরিকল্পনায় পরিবর্তনও আসতে পারে।

গ্যালাক্সি নোট সিরিজ গ্যালাক্সি এস সিরিজের তুলনায় কম জনপ্রিয়তা পায়। তবে এস সিরিজের মতো নোট সিরিজেরও আলাদা ভক্তকুল রয়েছে। স্যামসাং গ্যালাক্সি নোট ফোনেই সর্বপ্রথম বড় ডিসপ্লে নিয়ে হাজির হয়। গ্যালাক্সির প্রথম নোট ফোনটিতে ৫ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে ছিল। পরবর্তী ফোনগুলোতে ডিসপ্লের আকার আরও বাড়তে থাকে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, এবারের গ্যালাক্সি নোট ১০ এ ডিসপ্লের আকার হবে ৬ দশমিক ৬৬ ইঞ্চি।

এছাড়া দুটি ভিন্ন মডেলে ফোন দুটি বাজারে ছাড়া হবে। ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি নোট ১০-এ ফাইভজি সংস্করণও আনবে। তবে দুটি মডেলেই থাকছে না হেডফোন জ্যাক, ফিজিক্যাল পাওয়ার, ভলিউম ও বিক্সবি বাটন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড