• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিক্রি বাড়াতে হুয়াওয়ের ওয়ারেন্টি প্রোগ্রাম চালু

  প্রযুক্তি ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৯:০০
হুয়াওয়ে

হুয়াওয়ে ফোনের বিক্রিতে ধস ঠেকাতে ফিলিপাইনের খুচরা ফোন বিক্রেতারা বিশেষ এক ওয়ারেন্টি প্রোগ্রাম চালু করেছেন। প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘টু ইয়ারস অব গুগল অ্যাপস’।

এই ওয়ারেন্টি প্রোগ্রামে ফিলিপাইনসের প্রায় ৩০ পার্টনার রিটেইলার ও ডিলার যুক্ত হয়েছেন। হুয়াওয়ে ফোনে দুই বছরের ওয়ারেন্টি থাকাকালীন যদি অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ হয়ে যায়, তবে তারা ১০০ শতাংশ রিফান্ড দেবে ।

এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য- অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ হলেও যে নতুন কেনা ফোনে আগামী দুই বছর পর্যন্ত গুগল প্লে স্টোর, গুগল ম্যাপ, জিমেইল, ক্রোম , ফটোস ও ইউটিউব ব্যবহার করা যাবে সে বিষয়ে ত্রেতাদের আশ্বস্ত করা।

এর আওতায় হুয়াওয়ে পি ৩০, হুয়াওয়ে পি ৩০ প্রো, হুয়াওয়ে পি ৩০ লাইট, হুয়াওয়ে ম্যাট ২০, হুয়াওয়ে ম্যাট ২০ প্রো, হুয়াওয়ে পি ২০, হুয়াওয়ে পি ২০ প্রো, হুয়াওয়ে পি ২০ লাইট, হুয়াওয়ে নোভা থ্রি, হুয়াওয়ে নোভা থ্রি আই, হুয়াওয়ে নোভা ২ লাইট ফোনে রিফান্ড পাওয়া যাবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড