• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ৬জি নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে স্যামসাং

  প্রযুক্তি ডেস্ক

০৬ জুন ২০১৯, ১৬:৪৮
স্যামসাং
ছবি : সংগৃহীত

এখনো সাধারণ মানুষের লাগালে আসতে পারেনি ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক। মাত্র গুটিকয়েক দেশে এ নেটওয়ার্ক চালু হয়েছে। এরই মধ্যে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের গবেষণা শুরু হয়েছে। স্মার্টফোন ও ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এ কাজ শুরু করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, ৬জি এর গতি হবে প্রতি সেকেন্ডে প্রায় ১ টেরাবিট। পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের সঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় ঘটাতে তাদের গবেষক দল চেষ্টা করেছেন।

স্যামসাং বেশ কিছু দেশে ফাইভ জির যন্ত্রাংশ তৈরির পাশাপাশি ৬জি নিয়েও গবেষণা চালাচ্ছে। বিশ্বব্যাপী এরিকসন, হুয়াওয়ে ও নকিয়া ফাইভ জি নেটওয়ার্কের টেলিকম যন্ত্রাংশ তৈরি করে থাকে।

টেলিকম যন্ত্রাংশ উৎপাদন ও নেটওয়ার্ক নিয়ে এখন স্যামসাং গবেষণা করছে। এজন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘অ্যাডভান্সড টেলিকমিউনিকেশন রিসার্স সেন্টার’ নামে একটি গবেষণা কেন্দ্র চালু করেছে।

সেখানে ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক নিয়ে একদল গবেষক গবেষণা করছেন। স্যামসাংয়ের এক কর্মকর্তা সম্প্রতি কোরিয়ান এক পত্রিকায় দেওয়া স্বাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

তবে শুধু স্যামসাংই নয়, বর্তমানে আরও কয়েকটি প্রতিষ্ঠান ৬জি নিয়ে কাজ করছে। হুয়াওয়ের বক্তব্য অনুযায়ী, ২০৩০ সালের আগে ৬জি বাণিজ্যিকভাবে চালু সম্ভব নয়।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড