• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিসপ্লেতেই সেলফি ক্যামেরা আনছে শাওমি

  প্রযুক্তি ডেস্ক

০২ জুন ২০১৯, ১৯:১৭
শাওমি
অনলাইনে শাওমরি ডায়াগ্রাম ফাঁস (ছবি : সংগৃহীত)

গত দুই বছরে স্মার্টফোনের উদ্ভাবনী প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।

ব্যবহারকারীরা এখন বেজেল, নচ, ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, নচ লুকানোর প্রযুক্তিসহ আরও অনেক কিছুই দেখেছেন।

তবে এবার চীনা স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড শাওমি ডিসপ্লেতেই সেলফি ক্যামেরা নিয়ে আসার পেটেন্ট করেছে। শাওমির আগে আরও কিছু ব্র্যান্ড এই পেটেন্ট করিয়ে ফেলেছে।শাওমির এই পেটেন্ট তাদের স্মার্টফোনের উদ্ভাবনে এগিয়ে নেবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

অনলাইনে এর একটি ডায়াগ্রামও ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে, ডিসপ্লের উপরের দিকে স্ক্রিনের নিচে লাইট সেন্সরের ঠিক নিচেই এই ক্যামেরা। গত বছরের নভেম্বরে এটির পেটেন্ট পেতে শাওমি আবেদন করে।

পেটেন্ট থেকে জানা যায়, ওই মূল ডিসপ্লের উপরে একটি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। তবে বিষয়টিকে এখনও সঠিকভাবে ব্যাখ্যা করা মুশকিল। কারণ, পুরো বিষয়টি এখনও অস্পষ্ট।

গুঞ্জন আছে, চলতি বছরেই ডিসপ্লেতে ক্যামেরা একটা ট্রেন্ড দাঁড়িয়ে যেতে পারে। ঠিক যেমনটি যেমন গত বছর থেকে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত শাওমি কোন ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার করবে, সেটি জানা যায়নি। এটি জানতে আরও অপেক্ষা করতে হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড