• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাত্র ১৩০ ডলারে বিক্রি হচ্ছে হুয়াওয়ে পি৩০ প্রো!

  প্রযুক্তি ডেস্ক

২৭ মে ২০১৯, ১৯:১৩
হুয়াওয়ের পি৩০
ছবি : সংগৃহীত

বছরের শুরুতে চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের পি৩০ প্রোর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, এই হ্যান্ডসেটের দখলে ছিল বছরের সেরা ফ্ল্যাগশিপের খেতাবও।

কিন্তু হুয়াওয়ের এই ফোন থেকে ব্যবহারকারীরা হুট করেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। জানা গেছে, এক হাজার ১৫০ ডলারের এই ফোন এখন মাত্র ১৩০ ডলারে বিক্রি হচ্ছে।

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং গুগলের কিছু সেবা বন্ধের ঘোষণার পর যুক্তরাজ্যে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনাবেচার একটি সাইটে এমন দাম চাওয়া হচ্ছে।

সে হিসাবে টেক প্রেমীদের নজর কাড়া হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রায় ৯০ শতাংশ পড়ে গেল। পি৩০ প্রোর ডিজাইন বেশ চমৎকার। এছাড়া ফোনটির দীর্ঘমেয়াদি ব্যাটারি ও লেইকা কোয়াড ক্যামেরার শক্তির বিশেষত্বের জন্য সবাই সেটটির ওপর হুমড়ি খেয়ে পড়েছিল।

সে সময় ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের একটি প্রতিবেদনে প্রকাশ হয়, ‘বিশ্ববাজারে শীর্ষে থাকা স্যামসাংকে অচিরেই ধরে ফেলবে হুয়াওয়ে।’

সেখানে আরও জানানো হয়, বছরের পর বছর ধরে ৫০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে হুয়াওয়ে।

ব্যবসার এমন রমরমা অবস্থায় ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আরোপ হয় কোম্পানিটির ওপর।

এ দিকে এরপরই গুগুল জানায়, তারা এখন থেকে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে কিছু সেবার আর কোনো আপডেট ভার্শন দেবে না। এর ফলে নতুন হুয়াওয়ে স্মার্টফোনগুলোতে জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না।

তাছাড়া যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এআরএম হুয়াওয়ের সঙ্গে সব চুক্তি, সেবা এবং অবশিষ্ট কার্যক্রম স্থগিত করতে কর্মীদের নির্দেশ দিয়েছে।

এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার চেষ্টায় ইতোমধ্যে নিজস্ব অ্যাপ স্টোর তৈরির বিষয়ে কাজ করছে হুয়াওয়ে।

পাশাপাশি হুয়াওয়ের অপারেটিং সিসটেম, এআরএম চিপ, এসডি-কার্ড এবং ওয়াইফাই লাইসেন্স নিয়েও কথা চলছে।

এসব কার্যক্রম নিয়ে আবার বিশ্ববাজারে ফিরে আসার চেষ্টা করছে হুয়াওয়ে- টেক গবেষকরা এমনটিই জানিয়েছেন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড