• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের অনলাইন স্টোর থেকে হুয়াওয়ের ল্যাপটপ সরিয়েছে মাইক্রোসফট

  প্রযুক্তি ডেস্ক

২৫ মে ২০১৯, ১৮:২৯
হুয়াওয়ের ল্যাপটপ
ছবি : সংগৃহীত

এবার নিজেদের অনলাইন স্টোর থেকে হুয়াওয়ের ল্যাপটপ সরিয়ে নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট তার ‘মাইক্রোসফট স্টোর’ থেকে হুয়াওয়ের একমাত্র ল্যাপটপ ম্যাটবুক-এক্স সরিয়ে ফেলেছে। তবে এখনো পর্যন্ত হুয়াওয়েতে উইন্ডোজের লাইসেন্স কপি ব্যবহারে মাইক্রোসফটের কোনো নিষেধাজ্ঞা আসবে কি না সে সম্পর্কে প্রতিষ্ঠানটি কোনো বিবৃতি দেয়নি।

হুয়াওয়ের ডিভাইসগুলোতে উইন্ডোজের নিষেধাজ্ঞা কোম্পানিটির ওপর বিশেষ করে সার্ভারের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে বলে দ্য ভার্জের রিপোর্ট থেকে জানা গেছে।

শুধু তাই নয়, গুগল ও মাইক্রোসফট ছাড়াও ইন্টেল এবং কোয়ালকমকেও মার্কিন সরকারের সর্বশেষ আদেশটি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ইতোমধ্যেই হুয়াওয়ে তাদের নিজস্ব স্মার্টফোনের প্রসেসর ও মডেম তৈরি করেছে কিন্তু এখন পর্যন্ত তারা ইন্টেলের চিপ এবং প্রসেসর ব্যবহার করছে।

তবে বেশ কিছুদিন ধরেই তারা চিপ স্টক করছে, যাতে ধরেই নেওয়া যায় কোম্পানিটি এ ধরনের নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়া হুয়াওয়ে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের বিকল্প তৈরির পাশাপাশি উইন্ডোজের বিকল্প খুঁজে পেতেও কাজ করছে।

সূত্র: গেজেটস নাউ

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড