• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলতি সপ্তাহে ল্যাপটপ আনছে রেডমি

  প্রযুক্তি ডেস্ক

১১ মে ২০১৯, ১৮:১০
রেডমি
রেডমি ল্যাপটপ (ছবি : সংগৃহীত)

শাওমির সাব ব্যান্ড রেডমি এবার স্মার্টফোনের পর ল্যাপটপ নিয়ে হাজির হচ্ছে। চীনে চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবেই তারা এ ল্যাপটপ উন্মুক্ত করবে।

একই অনুষ্ঠানে রেডমি স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন উন্মুক্ত করবে। এতোদিন পর্যন্ত শাওমি শুধু রেডমি ব্র্যান্ডের অধীনে স্মার্টফোন উন্মুক্ত করেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি টুইটারে এক পোস্টের মাধ্যমে ল্যাপটপ উন্মোচনের খবর জানায়। তারা কম দামে ল্যাপটপ নিয়ে আসতে পারে। জানা গেছে, শাওমি এমআই নোটবুক ল্যাপটপে মেটাল বডি থাকলেও রেডমি ল্যাপটপে প্লাস্টিক বিল্ড থাকতে পারে।

অন্যদিকে, রেডমি ব্র্যান্ডে শুধুমাত্র মিডরেঞ্জ স্মার্টফোন উন্মুক্ত করেছে শাওমি। তবে নতুন ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকছে। আর ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া এই ফোন একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে।

ডিভাইসটিতে ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সাথে থাকছে ৮ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সরও ব্যবহার করেছে শাওমি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড