• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্যামসাংকে পেছনে ফেলে ট্যাবলেটের বাজারে দ্বিতীয় স্থানে হুয়াওয়ে

  প্রযুক্তি ডেস্ক

০৭ মে ২০১৯, ১৭:২৯
হুয়াওয়ে ট্যাব

স্মার্টফোনের বাজারে দ্বিতীয় স্থান দখল করার পর এবার ট্যাবলেটের বাজারেও একই ফলাফল ধরে রেখেছে হুয়াওয়ে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিজিটাইমস রিসার্চ জানিয়েছে, হুয়াওয়ে ট্যাবলেটের বাজারে স্যামসাংকে টপকে গেছে। এখন তাদের সামনে রয়েছে অ্যাপল। তবে ট্যাবলেট সরবরাহের দিক দিয়ে অ্যাপলের আইপ্যাডের সঙ্গে টেক্কা দিতে হুয়াওয়েকে আরও বহু পথ পাড়ি দিতে হবে।

তবে স্যামসাংয়ের দ্বিতীয় স্থান হারানোর কারণ হচ্ছে বর্তমান ফ্ল্যাগশিপ ট্যাবলেট স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৪ তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।

অন্যদিকে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের আইপ্যাডের চাহিদা ১৩ দশমিক ৮ শতাংশ বেশি ছিল। আইপ্যাড মিনি ও ২০১৯ আইপ্যাড এয়ার ২০১৯ মডেলের কারণে অ্যাপলের বিক্রি বেড়েছে।

২০১৯ সালের প্রথম প্রান্তিকে ৩৭ দশমিক ১৫ মিলিয়ন ইউনিট বাজারে সরবরাহ করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের একই প্রান্তিকে ট্যাবলেট সরবরাহের হার কমেছে ৮ দশমিক ৭ শতাংশ। সে হিসাবে ট্যাবলেটের বাজারে এখন মন্দা চলছে।

নতুন দুটি আইপ্যাড আসার কারণে গত প্রান্তিকে ট্যাবলেটের বাজার কিছুটা চাঙ্গা হয়েছিল। ধারণা করা হচ্ছে- অ্যাপলের পরবর্তী মডেলের ট্যাবলেট আইপ্যাড প্রো আসার আগ পর্যন্ত বাজার স্থিতিশীল থাকবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড