• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গভীর সাগরের মাঝেও কথা বলা যাবে গ্রামীণফোনে

  প্রযুক্তি ডেস্ক

২৯ এপ্রিল ২০১৯, ১৫:৩৪
গ্রামীণফোন

জেলে এবং যাত্রীদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বঙ্গোপসাগরের গভীর পর্যন্ত নেটওয়ার্ক বাড়িয়েছে গ্রামীণফোন।

কক্সবাজার, কুয়াকাটা, ভোলার চর কুকরিমুকরি ও পটুয়াখালীর চর মন্তাজকে কেন্দ্র করে স্থাপিত এ নেটওয়ার্ক বিস্তৃতির সুবিধা গভীর সমুদ্রে ৩৮ কিলোমিটার পরিধি পর্যন্ত পাওয়া যাবে।

সমুদ্রের ২০ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে পাঁচ শতাধিক নৌ যান গ্রামীণফোনের মোবাইল সেবা গ্রহণ করছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর জাতীয় রাজস্ব আয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যের চাহিদা পূরণেও

জলজীবী মানুষদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাই, তাদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে গ্রামীণফোন অবদান রাখছে।

প্রতিবছরই উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড়, টর্নেডো ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ অসংখ্য প্রাণহানির কারণ হওয়া ছাড়াও বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি সাধন করে। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়।পাশাপাশি জলদস্যুদের কারণেও মৎস্যসম্পদ আহরণ ও সামুদ্রিক পরিবহণ খাত বিপুল ক্ষতির সম্মুখীন হয়।

সেসব মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকতে গ্রামীণফোনের নেটওয়ার্ক সহায়তা করবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড