• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্যামসাংয়ের প্রথম ফাইভজি ফোনের প্রিঅর্ডার শুরু

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ এপ্রিল ২০১৯, ১৩:৩২
গ্যালাক্সি এস১০
স্যামসাং গ্যালাক্সি এস১০ ফাইভজি (ছবি: সংগৃহীত)

স্যামসাংয়ের প্রথম ফাইভজি ফোন গ্যালাক্সি এস১০ এর প্রিঅর্ডার শুরু হয়েছে।

বড় ডিসপ্লে, বিশাল ব্যাটার ও ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করা এই ফোনটির দাম হাজার ডলার ছাড়িয়েছে।

২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির দাম ধরা হয়েছে ১৩শ’ ডলার (১ লাখ ৯ হাজার টাকা)। আর কিস্তিতে কিনতে চাইলে মাস প্রতি ৫৪ দশমিক ১৬ টাকা দিতে হবে। অন্যদিকে ৫১২ জিবি স্টোরেজের দাম ১৪শ’ ডলার (১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা)। ফোনটি আগামী ১৫ মে পর্যন্ত প্রিঅর্ডার করা যাবে। প্রিঅর্ডারের সাথে ফোনটির সঙ্গে মিলবে একটি ভিআইপি কিট। আরও থাকছে পাওয়ার ব্যাংক, হেডফোন ও পানির বোতল।

ফাইভজি সাপোর্টেড এই ফোন যুক্তরাষ্ট্রের ২০টির শহরে ব্যবহার করা যাবে। প্রথমে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়।তবে শেষ পর্যন্ত ফাইভজি কভারেজ পাচ্ছে ২০টি শহর। আর ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে গ্রাহককে প্রতিমাসে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে হবে নূন্যতম ৫০ ডলার।

গত ফেব্রুয়ারিতে স্যামসাং ফোনটি বাজারে আনার ঘোষণা দেয়। ফোনটিতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির পেছনে চারটি ক্যামেরা রয়েছে। এর সামনে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। আর ব্যাকআপের জন্য আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড