• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘হুয়াওয়ের কাছ থেকে শাওমির অনেক কিছু শেখার আছে’

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, ২১:৩৭
শাওমি

শাওমির নতুন ব্যান্ড রেডমির ম্যানেজিং ডিরেক্টর লু উইবিং মন্তব্য করেছেন, হুয়াওয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ।

চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে তিনি বেশ সক্রিয়।সেখানে এক ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, শাওমি কোন ফোন কোম্পানিকে সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে করে? হুয়াওয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তারা কি কি বাধার সম্মুখীন হচ্ছে? এসব প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দাম ও পারফর্মেন্সের অনুপাতের কারণে শাওমি জনপ্রিয় হয়েছে ।

তবে প্রচারের ক্ষেত্রেও একই পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। হুয়াওয়ের পথ চলাকে শাওমি কঠিন করে দিচ্ছে। একদিকে শাওমি কাজ করে যাচ্ছে, উন্নতি করছে এবং একইসঙ্গে হুয়াওয়ের কাছ থেকেও শিখছে। তাই শাওমির শেখার জন্য হুয়াওয়েকে দরকার। তিনি আরও জানান, প্রত্যেকটি কোম্পানিরই নির্দিষ্ট ক্রেতা থাকে। ক্রেতার শ্রেণী যাই হোক না কেনো, সবারই উচিত ক্রেতাদের সুবিধা দেখা।

সব ধরনের ক্রেতার চাহিদা মেটানো শাওমির একার পক্ষে সম্ভব নয়। তাই হুয়াওয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের ভাণ্ডার সমৃদ্ধ করতে চায়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ৫ কোটি ৯০ লাখ ফোন বিক্রি করেছে। গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় শাওমিও এবার বেশি ফোন বিক্রি করেছে। তবে তারা বিক্রির দিক দিয়ে হুয়াওয়ের অনেক পেছনে রয়েছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড