• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে চায়না মোবাইলের কার্যক্রম চালাতে এফসিসির অসম্মতি

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ১৭:৫৪
চায়না মোবাইল

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না মোবাইল যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করতে আবেদন জানিয়েছে। কিন্ত মার্কিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এতে আপত্তি জানিয়েছে। তারা জানিয়েছে, চায়না মোবাইলকে কার্যক্রম পরিচালনায় অনুমতি দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।

২০১১ সালে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে চায়না মোবাইল আবেদন করে । এ দিকে এফসিসির চেয়ারম্যান অজিত পাইয়ের বিবৃতিতে চায়না মোবাইলকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নিরুৎসাহি করা হয়েছে। এখন যদি এফসিসির উদ্যোগ সফল হয়, তাহলে দীর্ঘ আট বছর ধরে চায়না মোবাইলের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের চেষ্টা ব্যর্থ হবে।

গ্রাহকসংখ্যা বিবেচনায় চায়না মোবাইল বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর। ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট গ্রাহকসংখ্যা ৯৩ কোটিতে পৌঁছেছে। আগামী মাসে পাঁচ সদস্য বিশিষ্ট এফসিসির কমিটিতে এ বিষয়ে ভোট নেওয়া হবে। সেখানে এফসিসির পক্ষে ভোট পড়লে চায়না মোবাইলের যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার আবেদন প্রত্যাখ্যাত হবে।

অজিত পাই আরও জানান, বিভিন্ন প্রমাণাদির মাধ্যমে এটি পরিষ্কার যে, আমাদের দেশে চায়না মোবাইলের সেবা প্রদানের আবেদন বাস্তবিক অর্থে জাতীয় নিরাপত্তা ও আইন প্রণয়নে ঝুঁকি সৃষ্টি করেছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড