• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মটো জেড ৪ এর স্পেসিফিকেশন ফাঁস

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ২২:২৪
মটো জেড ৪

মটোরোলার পরবর্তী স্মার্টফোন মটো জেড ৪ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

তবে উন্মোচনের আগেই ফাঁস হয়েছে ফোনটির পুরো স্পেসিফিকেশন।

৯১ মোবাইলস ওয়েবসাইটের নতুন একটি প্রতিবেদনে ফোনটির বিস্তারিত জানা গেছে। জানা গেছে, মটো জেড ৪ স্মার্টফোনের ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ৬.৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে থাকছে।

এছাড়া ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। আর কানেক্টিভিটির জন্য থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট; যা কি না শাওমি রেডমি নোট ৭ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে।ফোনটি ফাইভজি সাপোর্ট করতে পারে বলেও জানা যাচ্ছে।

এছাড়া ডিভাইসটিতে ছয় জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধাও থাকবে।

জানা গেছে, ফোনটির পিছনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা। কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরায় ১২ মেগাপিক্সেল ছবি তোলা যাবে। এছাড়া কম আলোতে ছবি তোলার জন্য বিশেষ নাইট মোড থাকছে। এটি কম আলোতে ছয় মেগাপিক্সেল সাইজে শার্প ছবি তুলতে পারবে। আর সেলফি তোলার জন্য সামনে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

অ্যান্ড্রয়েড ৯ পাই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরও জানা যাচ্ছে, ফোনটির দাম হতে পারে ৪৮০ মার্কিন ডলারের আশেপাশে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড