• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এপ্রিলের প্রথম সপ্তাহেই আসছে গ্যালাক্সি এস১০ ফাইভজি

  অধিকার ডেস্ক    ২১ মার্চ ২০১৯, ১৭:৩৭

স্যামসাং

আগামী ৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার বাজারে গ্যালাক্সি এস১০ ফাইভজি ফোন বাজারে ছাড়ার তারিখ নিশ্চিত করেছে স্যামসাং।

তবে প্রতিষ্ঠানটি ডিভাইসটি প্রি-অর্ডার করার কোনো সুযোগ রাখে নি। ক্রেতাদের সরাসরি এটি বাজার থেকেই কিনতে হবে।

ডিভাইসটি চলতি মাসের শেষেই বাজারে আসার কথা ছিল। কিন্তু ফাইভজি নিয়ে টেলিকম প্রতিষ্ঠান ও দক্ষিণ কোরিয়া সরকারের আলোচনা চলতে থাকায় স্যামসাং ডিভাইসটি বাজারে আনার তারিখ পিছিয়ে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রেও গ্যালাক্সি এস১০ ফাইভজি এপ্রিলেই আসবে। ১১ এপ্রিল দেশটির সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি ভেরিজন ফাইভজি নেটওয়ার্ক চালু করবে।

জানা গেছে, ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে আছে। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা আর সামনে রয়েছে দুটি ক্যামেরা। ফোনটিতে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর ব্যাকআপের জন্য ৪৫০০ এমএএইচ ব্যাটারি আছে এবং প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫।

তবে এখন পর্যন্ত ফোনটির দাম কতো হবে,তা স্যামসাং জানায়নি। ধারণা করা হচ্ছে, ফোনটির দাম ১৩৩২ ডলারের (১ লাখ ১১ হাজার ৮৮৮ টাকা) আশেপাশে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড