• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেব্রুয়ারিতে আনটুটু বেঞ্চমার্কের তালিকার শীর্ষে স্যামসাং

  অধিকার ডেস্ক    ১৬ মার্চ ২০১৯, ১৮:৩৬

আনটুটু
আনটুটু বেঞ্চমার্কের তালিকা

পারফরমেন্সের ভিত্তিতে প্রতি মাসেই আনটুটু বেঞ্চমার্ক শীর্ষ ১০ অ্যান্ড্রয়েড ফোনের তালিকা প্রকাশ করে থাকে।

ফেব্রুয়ারি মাসে আনটুটু বেঞ্চমার্কের তালিকায় অ্যান্ড্রয়েডের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে স্যামসাং, হুয়াওয়ে, শাওমি, আসুস ও ওয়ানপ্লাস।

দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০প্লাস ফোনটি পারফরমেন্স বিচারে আনটুটুর ৩৩২৮৫০ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে।

দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত চারটি স্থানই দখল করে রেখেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। দ্বিতীয় স্থানে ব্র্যান্ডটির অনার ভি২০, তৃতীয় স্থানে মেট ২০এক্স, চতুর্থ স্থানে মেট ২০ এবং পঞ্চম স্থানে অনার ম্যাজিক ২ উঠে এসেছে।

চীনা প্রতিষ্ঠান শাওমির ফোন মি মিক্স ২এস তালিকার ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। একই প্রতিষ্ঠানের মি৮ নবম স্থানে ও মি মিক্স৩ ফোনটি দশম স্থানে জায়গা করে নিয়েছে।

আর ওয়ানপ্লাস ৬ স্মার্টফোনটি আনটুটু স্কোর ২৯৭০৭৬ নিয়ে সপ্তম স্থানে জায়গা দখল করে নিয়েছে। আর তাইওয়ানিজ ব্র্যান্ড আসুস তাদের আরওজি ফোনটি দিয়ে অষ্টম স্থান দখলে রেখেছে।

আনটুটু জানুয়ারিতে যে তালিকা প্রকাশ করেছিল সেখান থেকে ফেব্রুয়ারিতে মাত্র একটি ফোন পিছিয়ে পড়েছে। স্যামসাংয়ের ফোনটি ওয়ানপ্লাস সিক্স টি এর জায়গায় উঠে এসেছে। আর অন্যগুলো অপরিবর্তিত রয়েছে।

প্রসঙ্গত, প্রতি মাসেই আনটুটু সেরা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের একটি তালিকা প্রকাশ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড