• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাড়ে চার মাসে হুয়াওয়ের মেট সিরিজের ১০ মিলিয়ন ফোন বিক্রি

  অধিকার ডেস্ক    ১২ মার্চ ২০১৯, ১৩:৩৫

হুয়াওয়ে
হুয়াওয়ে ফোনের সরবরাহ বেড়েছে

গত সাড়ে চার মাসে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে মেট সিরিজের ১০ মিলিয়ন বা ১ কোটি ফোন বিক্রি করেছে। একইসাথে মেট ২০ সিরিজ চীনে আগের মেট ও পি সিরিজের বিক্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত বছরের অক্টোবরে হুয়াওয়ে মেট সিরিজের মেট ২০, মেট ২০ প্রো ও মেট ২০ এক্স বাজারে আনে।

হুয়াওয়ের কনজিউমার বিজনেস বিভাগের সিইও ইউ চেংডং এক উইবো পোস্টে এ তথ্য দিয়েছেন। প্রতিষ্ঠানটির দাবি, তারা চীন বাদেও ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে মেট ২০ সিরিজ ভালো ব্যবসা করেছে।

তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে আরও লেখেন, হুয়াওয়ে ২০১৯ সালে আরও অনেক নজরকাড়া পণ্য আনবে।

এদিকে, প্রতিষ্ঠানটি গত ডিসেম্বরে জানায়, তারা এক বছরে বাজারে ২০ কোটি ফোন সরবরাহ করেছে। চলতি বছর হুয়াওয়ে ২৩ কোটি থেকে ২৫ কোটি ফোন বাজারে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। আর এ লক্ষ্য বাস্তবায়িত হলে হুয়াওয়ের স্মার্টফোনের ব্যবসা ৩০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

অন্যদিকে, চলতি মাসেই প্যারিসে তারা পি সিরিজের আরও তিনটি ফোন -পি৩০, পি৩০ প্রো ও পি৩০ লাইট উন্মোচন করবে। আগামী ২৬ মার্চ ফোনগুলোর দেখা মিলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড