• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর কোনো ব্লু-রে প্লেয়ার বানাবে না স্যামসাং

  অধিকার ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

স্যামসাং
স্যামসাং (ছবি:সংগৃহীত)

দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং অপ্পোর পর ব্লু-রে প্লেয়ার বানানো বন্ধ করতে যাচ্ছে। স্যামসাংয়ের পক্ষ থেকে এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, তারা আর ৪কে প্লেয়ার বানাবে না।

একইসঙ্গে তারা নতুন ১০৮০ পিক্সেলের মডেল তৈরিও বন্ধ রেখেছে। স্যামসাংয়ের এক মুখপাত্র প্রযুক্তি সাইট সিনেটকে বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং আর কোনো ৪কে প্লেয়ার মডেল বা নতুন কোনো ব্লু-রে প্লেয়ার আনবে না।

২০১৭ সালে প্রতিষ্ঠানটি সর্বশেষ ৪কে প্লেয়ার আনে।২০১৮ সালে এ সিরিজে আর কোনো নতুন মডেল যোগ করেনি।

এদিকে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, ইউবিডি-এম৯৫০০ নামের একটি মডেলের সঙ্গে ২০১৯ সালে নতুন একটি মডেল আনার কাজ চলছিল; কিন্তু এটিও এখন বন্ধ করে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ খাত থেকে সরে আসার পেছনে অন্যতম কারণ ৪কে প্লেয়ারের ফরম্যাট সাপোর্ট এখন অনেক পিছিয়ে পড়েছে। যেমন- ডলবিভিশনকে সমর্থন দেয়ার জায়গায় স্যামসাং এইচডিআর১০+ নামে নিজস্ব এইচডিআর ১০ বানিয়েছে।

অন্যদিকে অপ্পো সর্বপ্রথম এইচডিআর১০ এবং ডলবিভিশন সমর্থনকারী প্রথম প্রতিষ্ঠান। তবে এ প্রতিষ্ঠানটিও ২০১৮ সালের এপ্রিলে ৪কে ব্লু-রে প্লেয়ার বন্ধের ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড